আবু হোসেনের সমস্ত ছড়া একত্রে
ড্রাগন তুমি চিনের মানুষ?
মানুষ? ছি ছি, ভুল বলেছি-
বুদ্ধি বেশি নেই তো ঘটে!
আগুনরঙা ড্রাগন বটে
শিংও আছে
লেজও আছে
মুখের আগুন তেজও আছে
ওড়ার জন্যে ডানাও আছে
অনেক বেশি জানাও আছে,
কাব্য ভূগোল হিস্ট্রি আদি
সুরের বাদি বিসম্বাদি
ছন্দ নাচের তাধিন-ধিনা
দিব্যি বাজাও রুদ্রবীণা
ইহার ওপর, লোকের কাছে
শুনছি ঘটে বুদ্ধি আছে!
সত্যি নাকি? ড্রাগন মানিক?
প্রমাণ দেখি একটু খানিক?
এই দেখো মা ঘুমিয়ে আছে
আমায় ধরে বুকের কাছে!
টের পাবে না, আস্তে করে
পারবে? মাকে জড়িয়ে ধরে
আমার মতন গুটলি হতে?
ঘণ্টা দুয়েক, তার বেশি নয়
এ এমন কী আর সময়?
রোদ ঝমঝম দুপুরবেলা
ঝিলের মাঠে ক্রিকেট খেলা
খেলার পরে একটু ঘুড়ি…
তিনটে… না না… তিনটে কুড়ি
বাজার আগেই আসব ফিরে
তিন সত্যি, কালীর কিরে
লক্ষ্মী ড্রাগন, মাকে দেখো
ঘুম না ভাঙে খেয়াল রেখো
ঘুমের ভেতর জড়িয়ে ধরে
‘বাবান’ বলে ডাকলে পরে
জবাব দিও ‘এই তো আমি’
আমার মতন আওয়াজ করে।
কচিকাঁচা ফুলকুঁড়িদের জন্য একেবারে মনের মতো ছড়া। কবিতাও বলা যায়। লেখককে কুর্নিশ জানাই।
LikeLike