রঘুদের বাগানেতে থাকে দুই কোলা ব্যাঙ,
গলা ছেড়ে গান গায়, ডাকে তারা ঘ্যাঙ ঘ্যাঙ।
সবুজাভ গায়ে আছে সোনারঙ গয়না,
কুঁড়ে ওরা খুব তাই খাটুনি পোষায় না।
চার পায়ে বসে বসে বড়ো জিভ দুলিয়ে,
শিকারকে তুলে নেয় বুদ্ধিকে খেলিয়ে।
পোকা খেয়ে থাকে ওরা মোটা পেট ফুলিয়ে,
হাঁটে চলে থপাথপ, দেহখানি দুলিয়ে।
বৃষ্টিতে খুশি হয়ে করে তারা নৃত্য,
দেখেছিল একদিন রঘুদের ভৃত্য।
বাগানেরই একপাশে স্যাঁতস্যাঁতে কোণটায়,
আলসেমি মাখে ওরা বৃষ্টির দিনটায়।
শীতকালে রাতদিন নাক ডাকে ঘুমিয়ে,
শীতঘুমে ডুবে যায় ঘোরাঘুরি কমিয়ে।
খুব ভালো লাগলো ছড়াটি।
LikeLike