জানালাতে উঁকি দেওয়া
ছোটো ছোটো মুখগুলো,
খেলবি তো চলে আয়
ডাক দেওয়া বুকগুলো।
ছ’আনার ফেরিওয়ালা
এখনও কি হেঁকে যায়?
ভরা রোদ গ্রীষ্মের
মেঘ-কালো বর্ষায়?
শীত জুড়ে দুপুরেতে
একসাথে দোল খাওয়া,
খাওয়া ভুলে সারাদিন
মাঠে মাঠে খেলে যাওয়া।
কখনো-বা ফুটবল
কখনো-বা কিত কিত,
দল বেঁধে ঘরে ফেরা
মনে নেই হার জিত।
ঝাঁপ দিয়ে পুকুরে
করে জল তোলপাড়,
গাছে উঠে ফের লাফ
মনে নেই কতবার।
বাড়ি ফিরে মার খাওয়া
মার হাতে ছড়ি ওই,
রাত হল পড়া নেই?
নিয়ে আয় খাতা বই।
হারিকেন বাতিতে
সুর তুলে পড়া করা,
সারাদিন খেলা শেষে
বই নিয়ে ঢুলে পড়া।
ছবিগুলো বুড়ো তবু
তাজা যেন কাল আঁকা,
উঁকি দেয় থেকে থেকে
গড়িয়ে স্মৃতির চাকা।
বাঃ! ছড়াটি তো বেশ!
LikeLike