এই লেখকের আগের ছড়া-ভোর জাগে
ফুল ফুটেছে গাছে
ফুল ফুটেছে জলে,
ফুল তুলতে কারা
ছুটছে দলে দলে?
ছুটছে খোকা-খুকু
আলতারাঙা পায়ে,
ফুলের বাগানগুলো
ফুলকুমারীর গাঁয়ে৷
ফুলগুলো সব সাদা
ফুলগুলো সব লাল,
ফুল পাড়লেই পিসি
পাড়বেন ঠিক গাল৷
ঝরছে আলো ফুলে
ঝরছে আলো গাছে,
ফুলের খবর আছে
ফুলকুমারীর কাছে৷
ফুলের নামে বাড়ি
ফুলের নামে ঘর,
ফুলকুমারীর গাঁয়ে
ফুলের কী আদর!