দ্বৈতার আগের ছড়াগুলো– নৈশ কলেজ , পুজোর গল্প,একটি ছুটির গান
বেলদা থেকে বাঘ এসেছে ডোরাচরণ হালুম,
গান কিছুতে গাইবে না সে, গাল ফুলিয়ে গালুম।
মুখেতে তার কুলুপ আঁটা,
গলায় বুঝি ফুটল কাঁটা,
ইলিশ নাকি কচি পাঁঠা—
কেমন করে মালুম?
শিয়ালদাতে শেয়াল এল গাইতে খেয়াল তেড়ে,
হুক্কা-হুয়া হাঁক ছেড়ে সে মাইকটা নেয় কেড়ে।
কিন্তু সে যে এমন বোকা,
আছাড় খেল কলার চোকায়,
খাচ্ছিল এক ছোট্টো খোকা
পালায় স্টেশন ছেড়ে।
ছাতিম গাছের তলায় বসে হাতিমপুরের হাতি,
মেঘমল্লার জুড়েছে তার মাথার ওপর ছাতি।
শিল পড়েছে গানের চোটে,
আম কুড়োতে সবাই ছোটে,
এমন দিনে যা জোটে
তা হবে চড়ুইভাতি।
জলদাপাড়ায় জলদি এসে জল দিয়ে যা কেউ,
গণ্ডারটা গাইতে গিয়ে জুড়ল যে ভেউ ভেউ।
বলছে কেঁদে, গাইব না আর
সকাল থেকে খাইনি খাবার,
তিনশো লুচি করল সাবাড়,
তুলল ঢেকুর হেউ।