সকাল সকাল ধরবে গাড়ি
পথ অনেক দূর,
হিজলপুকুর, নোয়াখালি
পেরিয়ে লখিমপুর।
স্টেশন ছেড়ে বাঁহাত ধরে
পশ্চিমেতে গেলে,
বুড়ো বটের পাশে একটা
শিব মন্দির পেলে,
চললে এবার ডানদিকেতে
দেখবে পুকুর মজা,
পুকুর ছেড়ে হাঁটতে থাকো
নাক বরাবর সোজা।
খানিকটা পথ হাঁটার পরে
মস্ত বাড়ি পাবে,
সেটা আমার মামার বাড়ি,
দুপুরে ভাত খাবে।
মামা দেবে কৌটো ভরে
একশোটা মৌমাছি,
এনো কিন্তু খেয়াল করে
অপেক্ষাতে আছি।