
ইয়ার শোন,
ইয়ার-ফোন
ভুলেছি তোর কাছে
যে চৌকিতে ঘুমোস রাতে
ওর ওপরে বিছানাতে
বালিশ চাপা আছে।
তার লাগে না, ব্লুটুথ বলে
দূরের থেকেও দিব্যি চলে।
এখান থেকে গান চালালে
পৌঁছবে তোর কাছে।
এবার তোকে জানাই,
রাত বারোটায় স্পিকার থেকে
বিসমিল্লা উঠলে হেঁকে
হঠাৎ জেগে ভয় পাবি না
আমার ভারি শখের কিনা
মধ্যরাতের সানাই।