শেখর রায়ের আগের ছড়া- কোথায় গেল বংশীবদন, ব্যাঙাবেঙির কথা, চিচিং ফাঁক, গন্ধে আসে, বাইশে শ্রাবণ, গ্রীষ্মের ছড়া, মানবদেহ, ফাল্গুনের ছড়া, নদী ফুল ও মনপাখি, ছড়ার বড়া
গুনে দেখ আর লেখ
আটটি বাঁধানো খাতা
রুল টানা সাদা পাতা
দুই ভাগে ভাগ হলে
ভাগে পড়ে ক’টা—চার না ছয়
মানসাঙ্কে হয়?
সারে গামা পামা রে
ব্যাকরণ গ্রামারে
ইংরাজি ও বাংলায়
আছে কিছু বানানের ভুল।
কুল না কূল, তীরের কোনটা সঠিক?
Heir না Hair হয় মাথা ভরা চুল?
যেটা ঠিক দাও টিক।
আরও আছে মজাদার বুদ্ধির খেলা
শূন্যস্থানে বসাও ঠিক ঠিক শব্দ
নইলে জব্দ।
পশ্চিমবঙ্গের কয়টি জেলা?
লেখ : জল— উঁই— বোতলের নেই —
খুঁজে দ্যাখ ওরে —
— দাওয়াই নিমেষে উড়ে যাবে, হবে না —
মাথা — সাথে —
শীতে কাঁপি — থামা তোর —
লেপ কাঁথা জড়ো — মুড়ি দিয়ে —
আসবে কি এত রাতে ডাক্তার —?
টেঁপি বলে মাগো — কত করে বললাম
নিয়ে নাও — ঘরে ঘরে করোনা
অবস্থা —।
উত্তরগুলি ঠিক না ভুল
দেখে নিও ভাই,
জয়ঢাকের পাতা খুলে
পরের সংখ্যায়।
শূন্যস্থান পূরণের উত্তর : পিপি, ঢিপি, ছিপি, টেঁপি, হোমিও, খাওয়াই, ব্যথা, জ্বর, ঠকঠক, বকবক, কর, শুই, গুঁই, মা, ভ্যাকসিন, সঙ্গিন।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে