১
দিনের আলো ওই ঘুমোল শ্বেত পাহাড়ের কোল জুড়ে,
সব জুড়োল, স্নিগ্ধ হল, সূর্য দিনের ফের ঘুরে।
একে একে ফুটল তারা,
আকাশে আলপনা সারা,
হরিণশিশু বুজল দু-চোখ, বইল হাওয়া ফুরফুরে।
২
পূর্ণিমাতে বনটি সাজে জ্যোৎস্না মেখে গায়,
বৃষ্টি দিল ধুইয়ে, ফুলটি সুবাস দিল তায়।
চাঁদ ডেকে কয়, ‘কই, জোনাকি?
বনের কেয়ূর হবি নাকি?’
রাত-ঝিঁঝিঁরা ঐকতানে সবাই দিল সায়।
৩
পাখি-মায়ের সাঁঝের রেওয়াজ ছড়িয়ে গেল ওই দূরে,
বনের নদী ‘কেয়াবাৎ!’ বলে, ছলাৎ ছলাৎ সাত সুরে।
জ্যোৎস্না দিল বাসায় উঁকি,
‘রাত হল, আর দিসনে টুকি!’
ছানাকে তার ডানায় ঢেকে রওনা দিল ঘুমপুরে।