দেবীস্মিতা দেব-এর আগের ছড়া- খামখেয়ালি, ছারপোকা, আইসক্রিম
রিমোটেই চলে টিভি
রিমোটেই চলে কার,
রিমোটেই চলে ফ্যান
রিমোটেরই কারবার।
রিমোটেই চলে এসি
রিমোটেই চলে গান,
রিমোটেই খোলে দোর
রিমোটেরই জয়গান।
শুনছি কী, রোবটেরা
কথা বলে আজকাল,
লিখে ফেলে গল্পও
এই নাকি হালচাল।
দিয়ে দিলে টপিকটা
খুঁজে নিয়ে তথ্য,
রোবটেরা লিখে ফেলে
কথা ও সাহিত্য।
যতই এগোক সব
বোধহীন যন্ত্র,
মানুষেরই বশে থাকে
নির্মাণ মন্ত্র।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি