সমস্ত আবু হোসেনি ছড়া
অঙ্ক ভারি দুঃখী ভিলেন
কাব্যে বেজায় উপেক্ষিতা,
কলম হাতে সাহিত্যিকের!
সে আর বলো বুঝবে কি তা?
অঙ্ক সে-ও স্বপ্ন দেখায়
বুদ্ধি-ডানার পক্ষীরাজে,
উড়িয়ে নিয়ে যেতেই পারে
স্বপ্নপুরীর তারার মাঝে।
তোমরা তাকে কেবলই ভুল
বুঝেও এলে বুঝিয়ে এলে,
জানলে না তো, তাদের দেশেও
হরেক মজা ফুর্তি মেলে।
রাক্ষুসে সব অঙ্ক আছে
খাতার পাতায় কী ভয় দেখায়!
কলম হাতে রাজার ছেলে
সে রাক্ষুসি মারতে শেখায়।
অঙ্ক হাসে, গল্প বলে
অঙ্ক মাঠে যুদ্ধ করে,
তোমায় ভালো বাসবে বলে
অপেক্ষা তার স্বপ্নঘরে।
তারচে’ তাকে সঙ্গে ডাকো
একটুখানি আদর পেলে,
দেখবে তোমায় সঙ্গে নিয়ে
স্বপ্নডানা কেমন মেলে।
একটু খেলা, একটু মজা
একটুখানি ভরসা রাখা,
তবেই দেখো তোমায় নিয়ে
কেমন মেলে রঙিন পাখা।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে