সমস্ত আবু হোসেনি ছড়া

শীত মানে কী? ঠান্ডা সকাল
খেজুর রসের ভাণ্ড উপুড়,
শীত মানে কী? সবুজ মাঠে
ক্রিকেট খেলা সারা দুপুর।
শীত মানে তো চিড়িয়াখানা
গানের আসর, জবর খানা
শীত মানে তো সাগর-পাড়ে
বরফ-ঢাকা মাটি,
শীত মানে তো
বড়োদিনের হরেক কেনাকাটি।
শীত মানে তো বছর শেষে
ঠান্ডা হাওয়ার রাতে
সান্তাক্লজের চুপটি আসা
সবার বাড়ির ছাতে
সকালবেলায় সবাই দেখে
মোজার ভেতর গেছেন রেখে
ইচ্ছে করা খেলনাগুলো
তাদের বিছানাতে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে