লেখকের আগের ছড়া- চিঠি
ঘরবন্দী এমন দিনে
ডাক পাঠাল কে?
শারদীয়ায় বইপত্র
আবার সেজেছে।
জামার ফ্যাশান পুরনো হয়,
বইবাবাজি নয়।
পুরনো সব নায়কেরাই
করছে দিগ্বিজয়।
ঘনাদা আর টেনিদাদের
দারুণ গল্পগাথা,
পড়তে গেলে বন্বনাবন্
ঘুরিয়ে দেবে মাথা।
তাছাড়া ওই বিদ্ঘুটে মাস্ক
লাগিয়ে মুখে নাকে,
যতই ভাল পোশাক পর
চমকাবে না লোকে।
কিন্তু যদি বইএর থেকে
অক্টোপাসের পিসি,
আলাস্কাতে ঝাঁপিয়ে পড়ে
চিবোয় দাঁতে মিসি।
কিংবা যদি হনুলুলু
থেকে বটুকমামা,
করোনাকে ধরবে বলে
বানায় নতুন ধামা।
এমন কত আজব কথা
কাহিনিদের দেশে,
বইএর পাতা খুললে যাবে,
এমনি এমনি ভেসে।
বাইরে যেতে ভীষণ মানা
এমন দিনে তাই,
নতুন বইএর হাত ধরে ওই
মেঘের দেশে যাই।