প্রমণার আগের ছড়া- উড়াল
শিবে, তোর ভূতগুলোরে সামলে রাখিস
দুগ্গাটিরে ভয় না দেখায়,
আর, একদিন নাই-বা খেলি
গাঁজা, তাতে কী এসে যায়?
একদিন নয় যত্ন করে,
দুগ্গাটিরে রাখলি ধরে।
হাতখানি তার একটু টেনে,
বললি কানে ফিসফিসিয়ে,
“খেলবি নাকি কুমিরডাঙা?”
মুখ বেঁকিয়ে দুগ্গা হাসে,
“কুমির হলে আমি শেষে,
দেখবি তখন বসে, কত
শক্ত আমার রেকর্ড ভাঙা!
করবি কী তুই শিবে তখন?”
“খেলব জরুর, কইছি যখন।”
সেই থেকে শিব তিড়িংবিড়িং,
রইল পড়ে গাঁজার আশা,
দুগ্গার কাছে রোজই হারে
হারাই এখন শিবের নেশা।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে