তরুণ মান্নার আগের ছড়া ছবি–
গিরগিটি পাখা মেলে উড়ি বার তরে
বক তারে ডেকে কয় কোথা যাস ওরে?
হাঁটি হাঁটি পা পা মানে না নিয়তি
উড়ে যায় গিরগিটি চায় ইতি উতি।
কালো বক বক বক দুলিয়ে মাথা
চার পেয়ে ওড়ে দেখে মনে পায় ব্যাথা।
মাছরাঙা বসেছিলো উঁচু মগ ডালে
ঝুপ করে ঝাঁপ দেয় সোজা পরে খালে।
খালে ছিলো কুনো ব্যাং উভচর নাম
পোকা খায় ঘোরে ফেরে এই তার কাম।
আর খায় ডিগবাজি লাফ ঝাঁফ মেলা
পড়াশুনা নেই তার আছে শুধু খেলা।
কচ্ছপ ছপ ছপ কাদা ঘেঁটে ফেরে
চুপ করে দেখে চেয়ে গিরগিটি ওড়ে।
কোথা যাস ওরে ভাই একবার শোন
ডাঙ্গা ছেড়ে আকাশেতে কেন সারাক্ষণ।