মৃন্ময় ঘোষের আগের ছড়াগুলো–ইশকুলে মুশকিল, ইতি-হাসছি, জাগরণে যায়, মাটনচরিতমানস, ই-বুক কী বুক
সাগর-পাড়ে
হাতির নাচন,
মরণবাঁচন
কীর্তি।
সিন্ধুঘোটক
কী রাজযোটক!
গান গাইছে।
সত্যি!
কী রাগিনী?
নাম কি জানি?
তবলা বাজায়
কাঁকড়া।
মুখ থমথম
তিমিদাদার
ওদের সাথে
ঝগড়া।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে