সঙ্গীতময় দাসের আগের ছড়া- কুম্ভকর্ণ কাণ্ড, ভোমজিলাল, আড়ি
(সুকুমার রায় অনুসরণে)
এই দ্যাখ পেনসিল, নোটবুক এ হাতে
এই দ্যাখ ভরা সব কিলবিল লেখাতে।
পদ্যে আপদ কত অঙ্কের ছন্দে,
ছেদ-যতি ঘেঁটে-ঘুঁটে ঘুরছি যে ধন্দে।
কবি হওয়া সোজা না, কতই তো ভাবছি
শব্দের মারপ্যাঁচে ঘুরপাক খাচ্ছি।
মন বলে দূরছাই কাব্যের নিকুচি,
রিমেকের যুগে যেন আসলেতে অরুচি।
তাই বলি এই বেলা কলমেতে দিয়ে শান,
সুকু রবি সব কবি এক ঠা’নে নিয়ে আন।
এর ল্যাজা, ওর মুড়ো, শরীরটা কেটে বাদ
রিমেকের কবিতায় বাজার যে হবে মাত।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে