প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়াঃ আবীরপুরুষ, প্রাণ ভরিয়ে্ , আজ জ্যোৎস্না রাতে, দুগ্গা দুগ্গা, রি-মেক ছড়া, মা দুর্গা, জোড়া ছড়া, বিদঘুটে–, চুরমুর, বিজ্ঞানী, কুলপিওয়ালা, পুজোর ছুটি, তাজমহল, দিনবদল, সান্টাগান, জাম্বোনগর, পাখিপড়া, আট পনেরো
এক দেশে এক রানিই ছিল
তার ছিল দুই রাজা।
রানি খেত খাস্তা খাজা
আহা রানির সে কি মজা!!
সুয়োরাজা কর্পোরেটের
পদস্থ চাকুরে
তবু আদতে খুব কুঁড়ে
আহা ঘুমোয় দুপুর জুড়ে!!
দুয়োরাজা গরিব চাষী
ফসল ফলায় মাঠে
ও তার মাটিতে দিন কাটে,
আহা, সমস্ত দিন খাটে!!
মাইনে দেখে ভাবত রানি
সুয়ো রাজাই সেরা
আপিস কালো কাচে ঘেরা,
আহা, সুরক্ষিত ডেরা!!
দুয়ো রাজা কোপায় মাটি
পারে না আর কিছু,
গাছে আম কাঁঠাল আর লিচু।
আহা, তাইতো রে মান নীচু!!
রানির যেদিন পেল খিদে
চিল্লালো খুব জোরে,
শুনেই আনলো সুয়ো ভরে
আহা, ফাইল যত্ন করে!!
গরীব দুয়ো আনলো বয়ে
গরম ভাতের থালা,
খেয়ে মিটল খিদের জ্বালা!
আহা, পরল রানির মালা!!
আমরা যারা সক্কলে আজ
সত্যিকারের বাঁচি
থাকি মাটির কাছাকাছি
আহা, মাটির কাছাকাছি!!