এই লেখকের আগের ছড়া- লবঙ্গ, দিনরাত, বোঝো, ঘুরতে যাবে, দেবতা, নেই, যুদ্ধযাত্রা, ভূতের দেখা,ঘুমকাতুরে, খাদ্যতালিকা, সপ্তাহান্ত,
শিমূলতলা শিমূলতলা
স্টেশন ছেড়ে ভোরের বেলা।
বাঁক নিয়েছে রাস্তা দুটি,
একটি মানুষ গোরুর খুঁটি।
ঠিক যেখানে মোড় ঘুরেছে,
সেইখানেতেই দাঁড়িয়ে আছে।
দুলকি চালে মোষের গাড়ি,
যাচ্ছে বোঝাই খড়ের ধাড়ি।
পুকুরপাড়ে একলা মেয়ে,
বাসন মাজে কয়লা দিয়ে।
কলেজ ছাড়ে, পাঁচিল ঘেরা
লেবেল ক্রসিং আর তাছাড়া—
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে,
ডানহাতি এক রাস্তা ধরে
পৌঁছোতে হয় শেষ মাথাতে,
সেইখানে এক লালচে বাড়ি,
গাছের ভিড়ে ঝুপসি ভারি।
লম্বা দেয়াল উচ্চে সিলিং,
উড়ছে পোকা গঙ্গাফড়িং।
শালিক দোয়েল ফুর্তি বড়ো,
ইচ্ছে যেমন তেমন ওড়ো।
রাত নেমেছে আকাশ কালো,
একটুখানি তারার আলো।
ছাতের ’পরে মিটমিটে রাত,
দাঁড়িয়েছে আজ বাড়িয়ে দু-হাত।
সেই আঁধারে দুই পা গিয়ে,
বন্ধু ক’জন সঙ্গে নিয়ে
বেড়াচ্ছি ঢের তুমুল ঘোরে।
স্মৃতির আকাশ প্রাণের ’পরে,
সদলবলে এই তো চলা
শিমূলতলা শিমূলতলা।