ছড়ার পাতা দেখাদেখি তোফায়েল তফাজ্জল বর্ষা ২০১৬

দেখাদেখি

chhoratofayel (Medium)

পিল-পিলিয়ে হেঁটে হেঁটে পিঁপড়ে খোঁজে খাদ্য, 

মৌমাছিরাও আপন কাজে উড়ার করে সাধ্য। 

দেখাদেখি আমিও একটু নড়েচড়ে উঠি,

অজানাকে তুলে আনতে এদিক সেদিক ছুটি। 

প্রকৃতি পাঠ, বই পড়াতেও ফিরি বিশেষ ছন্দে,

জড়াই না আর আগের মতো অকারণে দ্বন্দ্বে।

দূরে থাকি, কথায় কথায় ধরতে সুঁইয়ের দোষ,

তাড়াই না আর নিজের খেয়ে বনের কোনো মোষ।

পেরিয়ে নদীর আঁকাবাঁকা, টিলা-টিকর পথ

পরের যাত্রা ভঙ্গ করতে নাকে দিই না ক্ষত।

সুযোগ যতোই হাতে এসে খুলতে থাকুক খিল

সঙ্গ দোষে মৌচাকে আর মারি না দুই ঢিল।

ধরি না আর বগীর ছানা, ভাঙি না এর বাসা,

হাঁদাটাকেও বকতে যাই না, চাষার ছেলে চাষা।

চিনি দিয়ে পিঁপড়া ধরা, তেলাপোকায় পাখি –

সব ছেড়েছি, গা ঝেড়েছি আর কিছু নেই বাকি।

এখনো কি দেখা হলে মুখ ঘুরিয়ে নেবে

নাকি খেলতে, পড়তে যেতে হাত বাড়িয়ে দেবে ?

জয়ঢাকের সব ছড়া একত্রে