বাগবাজারের বংকুচরণ সবাই ডাকে বক্কা,
পুষেছিল পায়রা দুটি গোলা এবং লক্কা।
দুই ব্যাটা যে পাক্কা নবাব,
খায় দুবেলা কোফতা কাবাব,
(শেষে) ভিটেমাটি হল চাটি পকেট যে তার ফক্কা।
দুই নবাবে খেলছে লুডো দান পড়েছে ছক্কা,
ভির্মি খেয়ে বংকুখুড়ো হঠাৎ পেল অক্কা।
টেলিগ্রাফের খুঁটি চড়ে
যেই ওরা ঠোঁট ঠুকলো জোরে
উঠলো বেজে দেশটি জুড়ে টরে টরে টক্কা।
রাজা ছিলেন ভাতঘুমেতে চামর দোলায় যক্ষা,
ধড়ফড়িয়ে উঠে দেখেন প্রাণ পেয়েছে রক্ষা!
কাঁচাঘুমটি ভেঙে রাজার
মুখখানি যে হল ব্যাজার
এক চড়েতেই দেখিয়ে দিলেন কাশী এবং মক্কা।
ছবিঃ মৌসুমী