আট পনেরো- প্রকল্প ভট্টাচার্য

আমরা নাহয় ফাঁকতালে সব পাখপাখালির ঝাঁক।
বটগাছ তো তুমি!
দোল খেয়ে যাই, ছায়ায় ঘুমাই সমস্ত মরশুমই!
তোমার ঝুরি অনন্ত আর জীবন্ত সব পাতা,
পুরাণ বা রূপকথা
সবার গাথাই পেয়েছে ঠাঁই তোমার বিশাল বুকে!
যতোই তোমায় শিরদাঁড়াহীন ভাবুক না নিন্দুকে
বটগাছ তো তুমি!
স্বর্গ থেকেও মহান আমার জয়ম জন্মভূমি!!
আট-পনেরোয় ফূর্তি তোমার স্বাধীনতার, মা গো,
তোমার জন্য সবাই আছি। একলা ভেবো না গো!

ছবি -শান্তনু কংসবণিক