আসুন একসঙ্গে পড়ি
ইন্দ্রশেখর
কিশোরকথা পত্রিকার লেটেস্ট ভৌতিক সংখ্যাটা হাতে নিয়ে ভুদেববাবু পড়তে শুরু করেছিলেন তখন রাত দশটা। একের পর এক গা ছমছম কাহিনীতে ডুব দিতে দিতে চার না পাঁচ নম্বর গল্পটায় যখন এলেন তখন ঘড়িতে রাত দুটো বাজছে। ঘুমোনো দরকার।
বইটা বন্ধ করতে যাবেন তখন হঠাৎ পাশ থেকে কে যেন সেটা ফের জোর করে খুলে দিল। কানের কাছে একটা ঠাণ্ডা নিঃশ্বাস বলে উঠল, “আমায় নিয়ে লেখা গল্পটা পড়বেন না?”
ভুদেববাবুর তখন খেয়াল হল কখন যেন লোডশেডিং হয়ে গেছে। তিনি গল্পের ঘোরে খেয়াল করেননি।
অন্ধকারের মধ্যে সবজেটে আলো নিয়ে জ্বলতে থাকা পাতাটার এক কোণে চেপে ধরে হাড়ের তৈরি দুটো আঙুল তাকে উলটে পরের পাতায় গেল। অন্য দুটো আঙুল তাঁর দু’চোখের পাতাকে টেনে খুলে রেখেছে… “পড়ুন ভুদেববাবু… আমায় নিয়ে লেখা গল্পটা…”
ছবিঃ অংশুমান
জয়ঢাকের সমস্ত গল্প ও উপন্যাস