কিশোরগঞ্জ কিশোরগঞ্জ
রূপকথার জ্যোৎস্না স্নান
কিশোর মন সবুজদিন
পাঠশালার নদীর বাঁক
দু পার জুড়ে স্বপ্নঘোর
নিকনো খুব ঘরবাথান
একতারায় জরির সুর
ধানের সাথে বৃষ্টি আন
ভিজল ঐ কিশোর মন
বৃষ্টি গান সবুজ মাঠ
নদীর ধার জারুল বন
ঝড় তুফান ঈদের হাট।
বন্ধু শোন ভীষণ টান
রৌদ্রস্নান পাখির ডাক
সাঁঝ প্রদীপ বাংলা গান
কাটুক দিন প্রহর রাত।
কিশোরগঞ্জ রূপকথার
স্বপ্নপুর ভোর-আজান।
কিশোরগঞ্জ চুপকথার
পুজোর ঢাক ধূনোর ঘ্রাণ।
আজ নষ্ট সব শরীর মন
ভালবাসার হিসেব রাখ
বাতাসে নীল কান্না মেঘ
রক্ত রঙে সাজানো থাক।
আজ দুই হাতের দুই বুকের
কোথায় সেই কিশোরগঞ্জ!
জিয়নকাঠি ছোঁয়ানো দিন
ঘুমিয়ে আছো কিশোরগঞ্জ!