এই লেখকের আরো ছড়াঃ ইচ্ছেগানের সুরে, তোমরা যখন, আমি আর তুই, ঘুম ঘুম ভোর, লোকটা, ভালো লাগে
জন্মদিনের কবিতা
দেবাশিস বসু
জানলার পাশে জমেছে ঝাপসা কুয়াশা
রোদ্দুরে নাচে ঝলমলে হিরে পান্না
এমন দিনে কি করতে আছে গো কু-আশা
এমন দিনেই মা-র হাসি মোর কান্না
এমন দিনেই জীবন সূর্য উঠল
মধ্যগগনে গনগনে তেজে জ্বলছে
হোক কলরব পাখিদের ঠোঁটে ফুটল
কাছে দূরে কত বন্ধুরা কথা বলছে
বন্ধুরা থাকে বন্ধুর পথে সঙ্গেই
যতদিন আছি থাকি পাশাপাশি প্রহরের
বাঁচি একসাথে না-হলে জীবনে রঙ নেই
আমি তুমি আর হাত ধরে বাঁচি মোহরের
জয়ঢাকের ছড়া লাইব্রেরি