কৌশিক ভট্টাচার্য র সমস্ত ছড়া একত্রে
ফ্যাট ঝরাবার ওষুধ
কৌশিক ভট্টাচার্য
রাজসভাতে তাসের রানি
চিবোচ্ছিলো মুকুটখানি।
খায় নি কিছু পেটটি ভরে,
দিন কেটেছে ডায়েট করে!
সব প্রজারা দিচ্ছে খোঁটা
বলছে রানি বড্ড মোটা!
ভরসা তবু বদ্যি যারা
তথ্য ঘেঁটে বললে তারা,
“চাঁদনি রাতে আলুর দমে
ঘাম মেশালে ওজন কমে।”
দিব্যি ছিলো তাসের রাজা
নোংরা বড় দাঁত-না-মাজা,
চান করে নি, আপনমনে
ঝিমোচ্ছিলো সিংহাসনে।
মারলো রানি একটি গুঁতো,
“দিন-দুপুরে ঘুমের ছুতো?
যাও, ছোট গে মাইল বারো।
ঘাম নেবো না অন্য কারো।”
আজ্ঞা শুনে তাসের রাজা
বললো, “এ তো আজব সাজা!
শান্তি যত নিচ্ছো কেড়ে
ভাগছি বাবা রাজ্য ছেড়ে!”
ছোটার থেকে রেহাই পেতে
ছুটলো রাজা পালিয়ে যেতে।
তারপরে কী? আমরা জানি!
ছুটলো রাজা, ছুটলো রানি!
দুইজনেতেই ছুটছে তেড়ে
চললো তাসের রাজ্য ছেড়ে।
ছুটছে রোদে দিনদুপুরে,
ঘাম ঝরে তাই শরীর জুড়ে।
একসময়ে চাঁদনি রাতে
থামলো দুয়ে একই সাথে।
ভাবলে হলো রান্না চালু?
ঘাম তো আছে, কোথায় আলু?
কোথায় চুলো? কড়াইখানি?
দুঃখতে তাই তাসের রানি
রাঁধতে আলু ক্লিষ্ট হেসে
চললো ফিরে তাসের দেশে।
রাস্তাতে সব টেক্কা-দুরি
বললো তারা, “এ কোন ছুঁড়ি?
লম্বা বাঁশের লকড়ি যেন —
ভুগছে নাকি? রুগ্ন কেন?”
যেই শুনেছে অমনি সুখে
ফুটলো হাসি রানির মুখে।
রাজপ্রাসাদের চুড়োর থেকে
দেশবাসীকে বললো ডেকে,
“শোন বোকারা, তরজা থামা!
ভুল যত সব বদ্যিমামা!
বলবি কি আর আমায় মোটা?
ফ্যাট ঝরাতে ওষুধ — ছোটা!”