সুয্যিমামা দিচ্ছে হামা
পশ্চিমের ওই কোণে,
বিদায় বেলার সময় খেলার
সরছে ক্ষণে ক্ষণে।
আয় রে তোরা বন্দি মোরা
খেলবি নাকি রাতে?
চাঁদের কুলে বাঁধন ভুলে
থাকব বুড়ির সাথে।
স্বপ্ন লয়ে বেতাল হয়ে
যাব তারার দেশে,
চোখ ধাঁধিয়ে মন মাতিয়ে
সাজব পরির বেশে।
ঊষা হলে মায়ের কোলে
ফিরব চুপি চুপি,
যতই জেদে রাখুক বেঁধে
দেবই মাকে টুপি।