অমিতাভ প্রামাণিকের সমস্ত লেখা এই লিংকে–>
কী যে ভাই বলব তোরে
আমাদের ব্যাঙ্গালোরে
ঘুম ঘুম শীতের ভোরে
এখনও শেয়াল ঘোরে
ভূত প্রেত দত্যি দানো
সে কী রূপ! চোখ উল্টানো!
জানে না তো হেথায় ভানও
সোজা বলে, পাকড়ে আনো
নিঝ্ঝুম গাছের ছায়া
দুপুরের অলস মায়া
নিয়ে তার বিশাল কায়া
ঘুমে অটোচালক ভায়া
যদি বলো, যাবেন দাদা
ওইখানে, ওই যে সাদা –
ভাড়া চায় এমন জাদা!
ফের সেই ঘুমিয়ে কাদা।
বেড়ালও যা সব হুলো
রাস্তায় বেজায় ধুলো
মাপে আট-দশটা কুলো
রাস্তার গর্তগুলো!
তবু ভাই বলছি যেচে
আছি বেশ দিব্যি বেঁচে
তবু ওই নোংরা ছেঁচে
দু-দশটা মল উঠেছে!
জয়ঢাকের ছড়া সংগ্রহ