মৃন্ময় ঘোষের আগের ছড়াগুলো–ইশকুলে মুশকিল , ইতি-হাসছি
ছাগজন্ম লভিয়াছ আত্মত্যাগ তরে,
কত যে মাটন ঠাসা তোমার গতরে।
তোমাকে দেখেই ভাবি কিমা, কারি, কষা,
বিরিয়ানী-চাঁপ মনে পড়ে যে সহসা।
পাটার ঘুগনী বলো, মেটে চচ্চড়ী
ভাবিয়া ভাবিয়া কাটে দিন-বিভাবরী।
তোমার আত্মত্যাগ হবে না কো মিছে,
বাড়িতে লইয়া যাবো পাঁচশো খরচে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে