অমিতাভ প্রামাণিকের সমস্ত লেখা এই লিংকে–>
মহাভারতের যুগে ছিল কোনও পাদ্রী?
প্রশ্ন শুনেই গেল ঘাবড়িয়ে মাদ্রী।
তাই দেখে অ্যায়সান খচে গেল পান্ডু!
এত পাপ! করা সম্ভব নয় undo!
দু’চারটে জবাফুল গুঁজে নিয়ে টিকি মে
গটগট পায়ে হেঁটে চলে গেল সিকিমে।
এই দেখে মুশকিলে পড়ে গেল শকুনি
দুর্যোধনকে ডেকে কষে দিল বকুনি।
দুর্যু কি বোঝে তার কথা একবর্ণ?
ভাইকে তলব করে, কোথায় রে কর্ণ?
কর্ণ রান্নাঘরে, সাথে একলব্য
চুরি করে খাচ্ছিল খাঁটি ঘৃত, গব্য।
হঠাৎ হাজির সেথা ব্যাটা দুঃশাসনে
হাত ফস্কাল আর পা পড়ল বাসনে।
উপায় না পেয়ে তাই ডেকে দুঃশলাকে
কর্ণ প্রশ্ন করে, খেয়ে গেছে কলা কে?
ভীমসেন ঘুরছিল হস্তিনাপার্কে
শুনে বলে, কলা খায় হনুমান, আর কে!
হনু ক্ষেপে ব্যোম, বলে, অ্যাতো আস্পর্দ্ধা!
আমাকে চোর বলিস, আমি তোর বড়দা!
ফের যদি অভিযোগ শুনি এই বান্দার
নামে, এক চড়ে তোকে পাঠাবোই গান্ধার।
ভীমকে সাপোর্ট দিতে সহদেবে-নকুলে
এসে দেখে শত্রুরা বেড়ে গেছে গোকুলে।
তবুও তার ল্যাজ ধরে যেই দিল বিশ টান
দ্যাখে, হনু কোথা? এ তো সিকিমের খ্রিস্টান!
জয়ঢাকের ছড়া সংগ্রহ