আগের সব প্যারডি একত্রে
আমায় প্রশ্ন করে
সপ্তর্ষী চ্যাটার্জি
আমায় প্রশ্ন করে এলিয়েন যারা
পেটে খিদে,ধরাধামে meal দেবে কারা, meal দেবে কারা?
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
খাল কেটে গুনে গেছি কুমিরের ভাড়া, কুমিরের ভাড়া!
কারা যেন ছাদে উঠে আলো জ্বেলেছিল
এলিয়েন তাই দেখে নেমে এসেছিল
ঘুরে ঘুরে চারপাশে
দাঁত বের করে হাসে
ভয়ে মাথাজোড়া চুল হয়ে গেল খাড়া,হয়ে গেল খাড়া!
মহাকাশযান আছে, আছে যে লেজারগান,
যদি করি ট্যাঁ বা ফোঁ, করে দেবে খানখান!
অনেক ভেবে চিন্তে
জিলিপির ঠোঙা দিতে,
এলিয়েন দিয়ে মুখে সুখে মাতোয়ারা, সুখে মাতোয়ারা!
দারুণ
LikeLike