আজকে আমি শুধুই খেলব
ভাঙব চূরব কাঁদব কাটব
মা বকবে রাগ করবে কারো কথাই শুনব না।
আজকে আমি শুধুই আঁকব
লালনীল রঙ ছড়িয়ে ফেলব
মা বকবে রাগ করবে কোন কিছুই মানব না।
আজকে আমি শুধুই ঘুরব
মেলায় নাগরদোলায় চড়ব
মা বকবে রাগ করবে তাও কিছুতেই নামব না।
আজকে আমি শুধুই লিখব
হাত দিয়ে গালে অনেক ভাবব
মা বকবে রাগ করবে পড়াশোনাও করব না