ঋত্বিকের বই
ঋত্বিকের বইয়ের পাতায় এই জীবজানোয়ারদের আবির্ভাব ঘটেছে বলে আবিষ্কার করা গেল সেদিন। সে অবশ্য জানিয়েছে, এমন কর্ম সে কক্ষণো করতেই পারে না। তাহলে করলটা কে সেইটে খুঁজতে পেশাদার গোয়েন্দাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সঙ্গে শিল্পবিষয়ক কিছু কমেন্টারি রাখা হল।
মোদ্দা কথাটা অবশ্য এইরকমঃ
পড়তে বসলে
ওরা সব আসে
কলম ঘিরে
কত খেলা হয়,
কত হাসি মজা!
পড়ব কীরে?
পড়তে বসে বোর?
দু:খ কীসের তোর
এইতো কেমন এঁকে দিলাম
একটা ছবিচোর
সুধা ডেয়ারির পেছনে দু শিং বাড়িয়ে
চেয়ে দেখ এক গোভূত রয়েছে দাঁড়িয়ে
চুল্লি থেকে ধোঁয়া
জাগায় লেজের রোঁয়া
সাঁতরে সাগর পালিয়ে যাব
বম্বে ছেড়ে গোয়া
লিখিব খেলিব আঁকিব সুখে সমস্ত লেখা একত্রে