ডাইনির গল্প
একটা ডাইনি ছিল। সে লিচুগাছের পাতায় বসেছিল। সে লিচুগাছের ডালে উঠে সব লিচু খেয়ে নিত। তারপর গাছে থেকে নেমে হেঁটেহেঁটে গিয়ে একটা লোককে তাড়া করল। লোকটা একটা গর্তের মধ্যে পড়ে মরে গেল।
তখন জঙ্গলে একটা ঈগল ছিল। সে ডাইনিকে মুখে নিয়ে উঁচুতে উড়ে গেল ডানা নাড়তে নাড়তে। তারপর মুখ থেকে নিচে ফেলে দিল। পড়ে গিয়ে ডাইনি আবার বেঁচে উঠল।
তখন একটা হেলিকপটার গরগর করে উড়ছিল। ডাইনি আকাশে উড়ে গিয়ে হেলিকপটারটাকে চুড়মুড় করে ভেঙে দিল।
ভয়ঙ্কর ডাইনি। রাতে বাইরে যেও না। বাবলু, টুবলু আর পাপ্পুকে কে না করেছিলাম রাতে বাইরে যেও না। ওরা তাও গেল। ডাইনি ওদের মাথায় তাল ফেলে দিয়ে ওদের গিলে ফেলল।