অভিরাজের আগের লেখা-লাল কাকের গল্প
ড্রাগন বনাম ডাইনোসর
অভিরাজ দেবনাথ–(মডার্ন স্কুল। ব্যারাকপুর। কে-জি বিভাগ – সি )
একদিন একটা বড় জঙ্গলে একদল শাকাহারি জন্তুরা বলল যে ডাইনোসরই জঙ্গলের শক্তিশালী প্রাণী। আর একদিকে মাংসাশী জন্তুরা বলল ড্রাগন হল সবচাইতে শক্তিশালী জন্তু।
একটা বড় গাছ ছিল। সব ডাইনোসররা ওই গাছের কাছে থাকত। ওই গাছ থেকে একটু দূরে একটা আগ্নেয়গিরি ছিল। ওই আগ্নেয়গিরির কাছে ছিল অনেক ড্রাগনের বাস।
একদিন দুদলের লড়াই শুরু হয়ে গেল। এটা ঠিক করার জন্য যে সবচাইতে কে শক্তিশালী।
দুই শক্তিশালী জন্তুর লড়াইয়ে জঙ্গল কেঁপে উঠল। অনেক লড়াইয়ের পর ড্রাগন জিতে গেল। ও জঙ্গলের সবাই মেনে নিল যে জঙ্গলের রাজা হল ড্রাগন।
বাহ বাহ
LikeLike