শীত মানে কী শীত?
আদুল গায়ে সে এক ছেলে
পথের ধারে আগুন জ্বেলে
গড়ল মনের ভিত!
শীত মানে কী শীত?
সেই ছেলেটা দুচোখ মেলে
একটা কোনো বন্ধু পেলে
পাতায় মনের মিত!
শীত মানে কী শীত?
একলা খোকা কান্না ফেলে
দুঃখ জয়ের দুয়ার এলে
জীবনটা নিশ্চিত!
শীত মানে কী শীত?
আঁধার বাধার প্রাচীর ঠেলে
স্বপ্ন দেখে এলেবেলে
সেই যে পরম জিৎ!