এই পুজোয়, বঙ্গজীবনের নতুন অঙ্গ- মুখোশ!
জয়ঢাক কোম্পানি তাই নিয়ে এল আপনার মনের মত নতুন, জীবন্ত মুখোশের রেঞ্জ। তরমুজ থেকে কাঁকড়বিছে অবধি বিপুল বৈচিত্রের সম্ভার। এবার পুজোর সন্ধেয় বন্ধু/বান্ধবী/মাস্টারমশাই, দিদিমণি, মা, বাবা, দাদা, দিদি, সকলকে চমকে দিন আশ্চর্য মুখোশে সেজে। নিজে পরুন, অপরকে পরান।