সেই মেয়েটির মনের ভেতর বকম বকম
একলা দুপুর, ঠোঁটের ডগায় খই ফোটে,
সেই মেয়েটি একটু যেন অন্যরকম
ঝড়ের দিনে নৌকো ভাসায় কোন ঘাটে।
সেই মেয়েটি স্বপ্ন ছড়ায় আকাশপথে
পায়ের নীচে চাঁদের মাটি, লালচে ধুলো
সেই মেয়েটি প্রশ্ন করে সবার কাছে
‘কী হয় যদি একটু ভাঙি নিয়মগুলো?’
সেই মেয়েটি দস্যি ভীষণ খেলার মাঠে
সবার সাথে পাল্লা দিয়ে উড়ান ভরে,
সেই মেয়েটি লাগামছাড়া পুজোর ঢাকে
সামলে শাড়ি মায়ের সাথে রান্না করে।
সেই মেয়েটি পক্ষীরাজ ঘোড়ায় চাপে
পাহাড় চড়ে বাবার প্রিয় রাজকন্যে,
সব মেয়েরাই যুদ্ধ জেতে রানির সাজে
সব মেয়েরাই এগিয়ে যাওয়ার মন্ত্র জানে।