তোমার শিক্ষক ভাগ্য ভায়া ঢের ভালো আমার থেকে—
আমাদের ইতিহাসের গুরুমশাই শ্রীমান উন্সওয়ার্থের কথা মনে পড়ে গেলো হে
তোমার ভগবানতুল্য শিক্ষকদের দেখে:
অতি জ্ঞানী ছিলেন আমাদের এই গুরু,
ইতিহাসের সন তারিখ গোলালেই হতো তার কানমলার দাওয়াই শুরু
এমন রাম মোচড় দিতেন তিনি ছাত্রছাত্রীদের কানটি বেঁকিয়ে,
অনেকেরই পাজামা ভিজত দেখে তাকে, হে হে—
কান ধরে এতভাবে বাঁকাতে পারতেন তিনি ভাই,
আমি নিশ্চিত সেকালে কি একালে এই ব্যাপারে তার আর কেউ জুড়ি নাই।
সকলকে কানমলা দিয়েও ছিল তার মনে ভারী দুঃখু,
যে ইতিহাসে তার ছাত্রছাত্রীরা রয়ে গেলো মুখ্যু—
তাই আমাদের কক্ষ ভরা ছিল কানহারাদের দলে,
গোটা আটেক ছেলেমেয়ের কানমলা নিত্যি হত সেখানে
ইতিহাস পড়ানোর ফাঁকে প্রতি পলে পলে।
সেখানে এমন কেউ ছিল না যার প্রতি উন্সওয়ার্থ ছিলেন সদয়,
ঐতিহাসিক সন তারিখের ব্যাপারে এতটাই খুঁতখুঁতে ছিলেন মোদের মাস্টারমহাশয়
এখনকা্র মাস্টারমশাইদের সহৃদয় ব্যাবহারের বহর দেখে তাই
আজকাল আমার মনে ভারি ফুর্তি জাগে—
আমার শিক্ষকভাগ্যের চেয়ে তোমার শিক্ষকভাগ্য দেখে
তাই বন্ধু
বড় ভালো লাগে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে