আমার মাথায় টাক দেখে সব হাসছ? হাসো, ক্ষতি কী?
টাক না হলে আমার বলো থাকত কোনো গতি কি?
টাক থাকলেই আসবে টাকা, স্পষ্ট লেখা পুরাণে
বাইবেলেও থাকতে পারে, থাকতে পারে কুরআনে।
বোকা যারাই টাক লুকোতে দু-পাশে চুল বাড়াবে,
ঢাকবে না টাক, টাক থাকবেই, টাকাই শুধু হারাবে!
টুপিতে কি টাক ঢাকা যায়? পাগড়িতেও ঢাকে না,
পাকা কথা—ঢাকা টাকে এলেও টাকা থাকে না।
টাক গজালেই স্ফূর্তি করো, ঝাড়পোঁছ দাও সিন্দুকে
টাকা তোমার ঠেকায় কে আর, যতই চেঁচাক নিন্দুকে!
টাক গজালেই ব্যাঙ্কে ছোটো, হিসেব খোলো এখনি
আয়নাতে টাক ঢের দেখেছ, ব্যাঙ্কে টাকা দেখনি?
টেকো মাথায় নজর রাখে চোরে এবং ডাকাতে,
ঝটপট এক বন্দুক নাও, ভয় থাকে না রাখাতে।
ভাগ্যবানের টাক পড়ে, হায়, অভাগাদের পড়ে না
টাকির জমিদারের টাকা সিন্দুকেও ধরে না!
পাখা পড়লে গাড়ি আসে, টাক পড়লেই টাকা তো
যতই কেন চাও না টাকা, টাক বিনে সব ফাঁকা তো!
চুল গজাবার ওষুধ আছে, টাক গজাবার আছে কি?
টাক পাওয়া যায় মাথায় শুধু, টাক ফলে আর গাছে কি?
টাক-মাথা কেউ ধার দেয় না, টাকের বদল চলে না
টাকার কথায় টাক ছাড়া কেউ অন্য কথা বলে না।
একটা হদিশ পারি দিতে, টিকিট কেনো—লটারি
বিজ্ঞাপনের ফলাও যত—টাক ফলাবার ঘটার-ই।
প্রথম প্রাইজ পাঁচ লক্ষ! ভাবতে মগজ মজাবে,
পাঁচ রাত-দিন ঘুম না হলেই চকচকে টাক গজাবে!
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে