তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে
আরমানিটোলা গিয়ে দেখি আমি
বসেছে বাজার-হাট,
নেই আর সেই ছোটো গ্রামখানি
ঘাসে ছেয়ে থাকা মাঠ।
নেই আর সেই বুড়োশিবতলা
পুরোনো বটের ঝুরি,
গাজনতলা ও বাঁধানো পুকুর
সকলই গিয়েছে চুরি।
অট্টালিকার শক্ত প্রাচীর
উঠেছে আকাশ ফুঁড়ে,
পাকা বাড়ি আর পিচঢালা পথ
আরমানিটোলা জুড়ে।
ছড়াটি প’ড়ে খুব ভালো লাগলো। এমন সুন্দর বার্তাবহ ছড়া ছড়িয়ে পড়ুক মনের ঘরে ঘরে।
LikeLike