এই লেখকের আগের ছড়া–> ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে, ঘোড়ার জবাব , গান, রং, ওলটপালট, এই মুঠোতে, এরা ওরা,
যেই বলেছি একতারা আয়, নাম লিখি তোর খাতায়
অমনি নাচে টুনটুনি রোদ বেলকুঁড়ি, ঝাউ পাতায়।
যেই বলেছি এই পুঁতি বোন, নাকছাবি দ্বীপ কোথায়?
অমনি আতর জুঁই নদীটি ফুলগুলি সব ফোটায়।
যেই বলেছি রূপকথা হাঁস আয় রাঙা পথ বানাই,
অমনি বাজে রাজার পোশাক, রূপনগরের সানাই।
যেই বলেছি কোন মায়াতে দিনগুলো রোজ ফুরোয়?
অমনি সাগর গান ঢেলে দেয় তিন পাহাড়ের চূড়োয়।
যেই বলেছি আজ তারা ঢেউ আয় আমাদের পাড়ায়,
অমনি আকাশ ভালোবাসায় নীল দুটি হাত বাড়ায়।