
এক গাঁয়ে ছিল এক ট্যাড়াবাঁকা লোক
যাচ্ছিল ট্যাড়াবাঁকা পথে সুর ভেজে,
খুঁজে পেল একখান ট্যাড়াবাঁকা সিকি
ট্যাড়াবাঁকা নুয়ে পড়া বেড়াটার খাঁজে।
সিকি দিয়ে পেল এক ট্যাড়াবাঁকা মেনি
ইঁদুর এক ট্যাড়াবাঁকা ধরল সে ছুটে,
ট্যাড়াবাঁকা একখানা বাড়িভাড়া নিয়ে
সব্বাই মিলে সেথা থেকে গেল সুখে।
ইংলিশ নার্সারি রাইম ‘There was a crooked man’ থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে