ধাঁধা মজা রহস্য- ইন্দ্রশেখর-শীত ২০২০

প্রথম ধাঁধা।

 খনির অন্ধকার থেকে উঠে এসেছি কবে জানি না। সেই থেকে এই কাঠের কারাগারে বন্দি। মুক্তি পাব না কখনো। তবু তুমি যেখানে যাও, আমি সঙ্গে যাই। তোমার জ্ঞানের সাধনা, তোমার শিল্পের সৃজনীশক্তি আমার ক্ষয় ছাড়া বিফলে যায়। আমি কে?

 

দ্বিতীয় ধাঁধা।

 ৮ এর সঙ্গে ৮ জুড়লে ৪ হয় কখন?

 তৃতীয় ধাঁধা:

 নীচের বর্ণগুলোর মধ্যেকার শূন্যস্থানগুলো পূর্ণ করো —>

নী, ব, ম, —, —, ক

 চতুর্থ ধাঁধা।

 একটা সাত মিনিটের আর একটা এগারো মিনিটের বালিঘড়ি আছে। সেগুলো চালিয়ে একটা ডিম ঠিক ১৫ মিনিট সেদ্ধ করতে হবে। কেমন করে?

 পঞ্চম ধাঁধা।

 চারু, অনীক, ঋচা আর হেলেন গেছে একটু চা-কফিটফি খেতে। তাদের একটা গোপন নিয়ম আছে কে কী পান করবে সেই নিয়ে। সেই নিয়ম মেনে চারু এককাপ কফি নিল। ঋচা একবোতল লেমন জুস নিল। হেলেন নিল এককাপ চা।

তাহলে অনীক কী নেবে? চা, কফি না লেমন জুস?

ষষ্ঠ ধাঁধা:

কীভাবে খেলবে: ছবিতে কিছু পাঁচ-ছ’তলার পিরামিড দেওয়া আছে যার প্রত্যেক তলায় কিছু ইংরেজি বর্ণ লেখা রয়েছে। উপর থেকে শুরু করে নিচের দিকে প্রত্যেক তলায় একটি করে নতুন বর্ণ বসাতে হবে যাতে একটি অর্থপূর্ণ ইংরেজি শব্দ তৈরি হয়। উপরের তলায় যে নতুন বর্ণটি বসাবে সেটি তার নিচের তলাতেও বসাতে হবে। এভাবে প্রত্যেক তলায় আগের বর্ণগুলি বজায় রেখে একটি নতুন বর্ণ যোগ করে সবকটা তলা অর্থপূর্ণ শব্দ দিয়ে পূর্ণ করতে হবে। তৈরি তো? তাহলে শুরু করা যাক। বন্ধুদের সুবিধার জন্য একটি পিরামিড পূর্ণ করে দেওয়া হল-

উদাহরণ.

এবারে নীচের পিরামিডটাকে বানাও

————————————————-

উত্তর

প্রথম ধাঁধা: পেনসিল।

দ্বিতীয় ধাঁধা: সকাল আটটার সঙ্গে আট ঘণ্টা জুড়লে।

তৃতীয় ধাঁধা

শূ, পূ ( ধাঁধার স্টেটমেন্ট বাক্যের শব্দগুলোর আদ্যক্ষরের সারি)

চতুর্থ ধাঁধা:

পদ্ধতি ১।

ডিমসেদ্ধ বসিয়ে দুটো ঘড়ি একত্রে চালিয়ে দাও। সাত মিনিটের ঘড়ির বালি শেষ হলে সেটাকে উলটে ফের বসাও। চার মিনিট বাদে যেই এগারো মিনিটের বালিঘড়ি শেষ হবে অমনি সাত মিনিটের খানিক খালি বালিঘড়িকে উলটে বসাও ও সেটা শেষ হলে ডিমসেদ্ধ নামাও।

পদ্ধতি ২।

ডিমশুদ্ধ জলের বাটি উনুনে বসাও। দুটো বালিঘড়ি একত্রে চালু করো। সাত মিনিটের বালিঘড়ি শেষ হলে গ্যাস জ্বালাও। এর চার মিনিট বাদে এগারো মিনিটের বালিঘড়ি শেষ হলে তাকে উলটে দাও ও সেটা পুরো শেষ হতেই গ্যাস বন্ধ করো।

পঞ্চম ধাঁধা।

অর্ডারের নকশা দেখলেই বোঝা,যাবে গোপন নিয়মটা হল নামের অওখয়াছে এমন কোনো পানীয় তাদের কেউ নেয় না। অতএব অনীক হয় চা নয় লেমনঞ্জুস অর্ডার দেবে।

ষষ্ঠ ধাঁধা।

ধাঁধা মজা রহস্য লাইব্রেরি   

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s