TOYঢাক- এক জাদু জঙ্গলের গপ্পো-ঐশিক(নিমো)-শরৎ ২০২১

toydhakoishikgolpochhobi

এক জাদু জঙ্গলে থাকত একটা এলফ। নাম তার র‍্যালফি। পরনে তার সবুজ জামা, পায়ে লাল জুতো। কিন্তু একদিন বেচারা র‍্যালফিকে তাড়া করল একটা ওগর। ওগর মানে খোক্কসটার নাম ছিল মন্টি। মন্টির গায়ের চামড়া ছিল জলপাই সবুজ রঙের। আর তার গায়ে ছিল কমলা জামা। কমলা জামা মানে তোমরা আবার ভেবো না যেন কমলালেবুর জামা। এ জামা হল কমলা রঙের জামা।

খোক্কস মন্টির তাড়া খেয়ে এলফ র‍্যালফি শিগগির গেল একটা পিক্সির কাছে। পিক্সিটার হাতে ছিল একটা গোলাপি রঙের জাদুদণ্ড আর তার ডানাজোড়াও ছিল গোলাপি রঙের। শুধু তাই নয়, পিক্সিটার গায়ের রঙও ছিল গোলাপি। তার জামা আর চুলের রঙটা ছিল বেগুনি। গোলাপি সেই পিক্সির নাম ছিল রোজ দ্য পিঙ্ক পিক্সি।

র‍্যালফি রোজের কাছে ছুটে গিয়ে বলল, “শিগগির বাঁচাও আমাকে ওগরের হাত থেকে!”

পিক্সি বলল, “নিশ্চয়ই র‍্যালফি!”

তারপর পিক্সি তার জাদুদণ্ডটা নাড়াতেই সেই থেকে ‘জ্যাপ’ করে গোলাপি আলো ছিটকে এসে পড়ল। পিক্সি বলে উঠল, “এইয়ো ওগর! আমি যা বলব, তুমি তাই করবে।”

তারপর পিক্সি তার জাদুদণ্ড দিয়ে ঊনসত্তরটা পাথরের টুকরো ধ্বসের মতো গড়িয়ে দিল। সেই পাথরের স্তূপে পথ আটকে গেল ওগরটার।

ওগর মন্টি তখন বেকায়দায় পড়ে বলল, “আমায় মাফ করে দাও। আমার খুউউব খিদে পেয়েছিল। তাই তো আমি এলফটাকে তাড়া করেছিলাম!”

পিক্সি তাই শুনে বলল, “পরের বার খিদে পেলে অন্য কিছু খেও বাপু। এমনধারা লোকজনকে তাড়া করলে তো চলবে না!”

তারপর পিক্সি রোজ সেই পাথরের স্তূপের মধ্যে দিয়ে একটু পথ ফাঁকা করে দিল। ওগর মন্টি তো অমনি পাঁই পাঁই করে ছুটে পালাল সেই পথ ধরে খাবারের সন্ধানে।পিক্সি আর এলফ মনের আনন্দে রইল জাদুর সেই জঙ্গলে।

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

1 thought on “TOYঢাক- এক জাদু জঙ্গলের গপ্পো-ঐশিক(নিমো)-শরৎ ২০২১

  1. নিমো বাবু যদি বলে দেন যে এলফ মনে কি তাহলে ভাল হয় । ওগর মানে যদি খোক্কস হয় তাহলে এলফ মানে রাক্ষস হবে কি? আমি ত তোমার মতো এতকিছু জানি না এখন সেজন্য আর একবার জিজ্ঞেস করছি যে রাক্ষস আর khOkkos কাদের বলে? তারা কি মানুষ না কোনো ভয়ংকর হিংস্র জন্তু?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s