আমার নাম ‘ম্যাও বাবু’।
আমি হলাম এ-তল্লাটের সবচেয়ে মস্ত লম্বা বেড়াল।
আমি কি আর বাকি বেড়ালগুলোর মতন কুঁড়ে নাকি !
নিয়মিত ব্যায়াম ট্যায়াম করে হাত পা ঝরঝরে আর টান টান লম্বা রেখেছি।
সেইসঙ্গে পটলের মতন আকর্ষণীয় দেহ আমার।
আর দেখেছ, কী লম্বা ফ্যাশনের ল্যাজ আমার!
আজকালকার হাল ফ্যাশনে টিকতে হলে ভালো ফ্যাশন জানা দরকার।
গতবছর পাড়াশ্রী উপাধি পেয়েছি। সবাই আমাকে সমীহ করে ‘ম্যাও বাবু’ বলে ডাকে।
তোমরাও তাই ডেকো কিন্তু। যাই হোক, এখন আমার ভুরি ভোজনের সময়। আর কোনও কথা নয়।
এই সবে একবাটি মাছের স্যুপ দিয়ে শুরু করেছি। সাথে ফিল্টারের বিশুদ্ধ একবাটি জল।
স্বাস্থ্য রক্ষার জন্য। খবরদার কেউ নজর দেবে না!
পুনশ্চ: মাথার উপর মনে হচ্ছে একটা ইঁদুর ডানা লাগিয়ে বিন্দাস ঘুরছে। আগে এগুলো খাওয়া সারি, তারপর ওটাকেও ভেজে খাবো।
both the write up & the drawing are really nice.
LikeLike