আমি একটা লোটাস ফুলের মতো দেখতে স্পেসশিপ বানিয়েছি। স্পেসশিপে একটা হলুদ রঙের বোতাম আছে, ওটা টিপলাম। আমাকে কোথায় একটা অন্য দেশে নিয়ে এলো।
আমি দেখলাম একটা ভাঙাচোরা বাড়ি। আর সেখানে কে থাকে আমি বুঝতেই পারছি না।
যেই ঢুকলাম, সেই দেখি জুতোগুলো সব আমায় পিছু করছে। তারপর ওগুলোর মধ্যে থেকে মাছি বেরিয়ে আসছে…মাছি। তারপর দেখলাম সব বাদুড় পিছু করছে। তারপর দেখলাম ভূত সব খাবারগুলো খাচ্ছে। ভূতটার নাম কাদামাছি ভূত।
তারপর আমি একটা ঘরে ঢুকলাম, দেখলাম বেডরুমে একটা মশারি টাঙানো রয়েছে। যেই মশারির মধ্যে ঢুকলাম, সেই একটা ফ্যান খুলে আমার গায়ে পড়ে গেল। তারপরে দেখলাম, পড়ছে না। আমি মশারির মধ্যে পুরো ঢুকে গিয়েছিলাম সেইজন্য।
তারপর আমি বেরোতেই দেখলাম পুরো টেবিল আমায় পিছু করছে। তারপর যেই রাস্তায় বেরোলাম, দেখলাম একটা বাড়ি পিছু করছে, আর দেওয়াল পিছু করছে। পরে দেখলাম, কিছুই পিছু করছে না। তারপর দেখলাম কার একটা মাথা খুলে এসে যাচ্ছে। তারপর দেখলাম ঐটা স্ক্যালিডোনা ভূতের মাথা। এই হচ্ছে ভূতেদের রাজা। ঐটাকে ছুঁড়ে জলে ফেলে দিয়েছি। তারপর ভূতের মাথাটা আমায় পিছু করল, আমি পালিয়েছি। তারপর দেখলাম একটা গলিতে ঢুকে একটা গাড়ি আমায় পিছু করছে। গাড়িটা নিজে থেকেই চলছে, কেউ চালাচ্ছে না। গাড়ির মধ্যে একটা ভূত ঢুকেছিল, একাই চলছে। ভূতটার নাম গাড়িশশা ভূত। তারপর একটা মাডি পাডল দেখলাম। যেই মাডি পাডলে জাম্প করলাম, সেই দেখলাম ওটা শুকনো হয়ে গেল। মাডি পাডেলের মধ্যে গাড়িশশা ভূত ঢুকেছিল। তারপরে দেখলাম ঐ স্ক্যালিডোনা ভূতের ঘরে আবার ঢুকেছি। তারপরে ঢুকে দুটো ফ্যান ছিল, ফ্যানদুটো চালিয়ে লাইটটা জ্বালিয়ে ঘুমালাম। তারপরে দেখলাম ফ্যানগুলো আর চলছে না। আবার বন্ধ হয়ে গেছে। তারপরে আবার ফ্যান চালালাম, তাও চলছে না।
আমার মনে হচ্ছে এই ঘরে আর ঢোকা যাবে না। তারপরে আমি পালিয়েছি।
তারপরে দেখলাম সেই লোটাস ফুলের মতো স্পেসশিপটা। ওর মধ্যে ঢুকে হলুদ বোতামটা টিপলাম। তারপর দেখলাম আমার দেশে চলে এসেছি।
Keep it up ❤
LikeLike