বৃষ্টি ভেজা ঘাসে
প্রজাপতি আসে
জল ভরা রাস্তাগুলোয়
বাচ্ছাগুলো নৌকা দোলায়।
আকাশের রঙ ঘন কালো
আবার বুঝি বৃষ্টি এলো,
ছুটে যাই বারান্দাতে
হাতে বৃষ্টির ফোঁটা পেতে,
বাজ পড়লো করকরাত
বিল্লি বেটা ভয়ে কাত।
বৃষ্টি পড়ে বেশ জোরে
খানা খন্দ যায় ভরে।
ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়
লোকেরা সব ছাতা লয়।
জলে ভেজা গাছের ডাল
তাতে নাচে পাখির পাল।
ভারী সুন্দর লিখেছিস রে ,বৃন্দা💐
লেখা বন্ধ করবি না ।
LikeLike
Thank you….💕💕
LikeLike
Thank you so much…..💕💕
LikeLike
Thank you……💕💕
LikeLike