কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের আগের ছড়া ভূতকাওয়াজ, হতাম যদি ডাইনোসরাস, রবিঠাকুরের রসিকতা, পক্ষিরাজ, রাজার নাতির গল্প
দমদম থেকে আসে টমটম চড়ে
বম্বম্ ভোলেবাবা রমরম করে ।
লোক করে গমগম
সাজ দেখে জমজম
গা করে ছমছম . . . ছমছম . . . ছমছম . . . ছমছম. . .
# # #
ডম্ডম্ ডম্বরু ধম্ধম্ বাজে ;
গমগম গলা তার কম কম কাজে ।
খায় বসে চমচম,
জল পড়ে ঝমঝম,
চারিদিক থমথম . . . থমথম . . . থমথম . . . থমথম . . .
জয়ঢাকের ছড়া লাইব্রেরি