সন্দীপ মণ্ডলের আগের ছড়া- কাঁঠালবেড়ি, গল্পের গরু
বিকালবেলায় গাছের তলায় তাল পড়েছে ধুপ,
ওপরতলায় বাবুইছানা এক্কেবারে চুপ।
কোলের মাঝে তালটি নিয়ে বাড়ির পানে ছুটি,
আজ কি তবে মা বানাবে গরম তালের রুটি?
তালের বড়া, তালের লুচি, সঙ্গে তালের ক্ষীর
মনটা আমার ভেবে ভেবে আনন্দে অস্থির।
তালের ডোঙায় চড়ে যেন আকাশ পানে ভাসি,
নেচে নেচে বাজাই আমি তালপাতার বাঁশি।
তালশাঁস আর তালপাটালি, সেও মজার খাওয়া
ভ্যাপসা গরম লাগলে খাব তালপাখার হাওয়া।
তালপুকুরে আকাশ ফুঁড়ে নামল আঁধার ঝুপ,
ওই যে শুনি, ওই তো আবার শব্দ হল ধুপ।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে